পরস্ত্রীকে নিয়ে দৌড়ে জিতলেই পুরস্কার

বিচিত্র

wifeবউকে কতটা ভালবাসেন তা প্রমাণ করতে আর সারাজীবন ভাবতে হবে না আপনাকে৷প্রমাণ করার সুযোগ এখন আপনার হাতের মুঠোয়৷তবে তা করতে গেলে কিন্তু ঘাড়ে করতে বহন করতে হবে আপনার স্ত্রীকে৷
সম্প্রতি ফিনল্যান্ডে অনুষ্ঠিত হয়ে গেল এমনই এক অভিনব প্রতিযোগিতা৷প্রতিযোগিতার নাম ‘ওয়াইফ ক্যারিং চ্যাম্পিয়নশিপ’৷এই প্রতিযোগিতায় স্ত্রীকে ঘাড়ে নিয়ে বিভিন্ন বিভাগে মজাদার খেলায় অংশগ্রহণ করতে হবে আপনাকে৷ জিতলে মিলবে আকর্ষণীয় পুরস্কার৷ তার পাশাপাশি আপনার স্ত্রীকে মনের কতখানি গভীর থেকে ভালোবাসেন তাও প্রমাণ হয়ে যাবে একেবারে হাতেনাতে৷ প্রতিযোগিতা জেতার মাদকতায় দম্পতির মধ্যে তৈরি হবে নতুন এক অটুট বন্ধন৷তবে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার কিছু নিয়ম রয়েছে৷
আপনি যাকে বহন করবেন তাঁকে অবশ্যই হতে হবে আপনার স্ত্রী বা আপনার প্রতিবেশীর স্ত্রী৷বয়স হতে হবে ১৭ বছরের বেশি এবং ওজন হতে হবে নূন্যতম ৪৯ কেজি৷
সংবাদসংস্থা সূত্রে খবর, এই খেলাটি শুরু হয়েছিল ১৮০০ সালে৷ খেলাটি শুরু হওয়ার একটি কাহিনীও রয়েছে৷ প্রচলিত রয়েছে এলাকার রসভো রনকাইন নামের এক দুষ্কৃতী স্থানীয় মহিলাদের অপহরণ করতেন৷এরপর ঘাড়ে করে নিয়ে পালিয়ে যেত সে৷এরপর ১৯৯২ সাল থেকে স্ত্রীকে ভালোবাসার প্রমাণস্বরুপ এটিকে প্রতিযোগিতা হিসাবে চালু করেন স্থানীয়রা৷
প্রতিযোগিতায় রয়েছে বিভিন্ন ধরনের দৌড় প্রতিযোগিতা, সাঁতার প্রতিযোগিতা৷তবে সব ক্ষেত্রেই ঘাড়ে করে বহন করতে হবে আপনার স্ত্রীকে৷হাঁপিয়ে গেলে রয়েছে ওয়াইফ ক্যারিং ড্রিঙ্কস৷ যা খেয়ে আপনি নতুন উদ্যোমে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন৷সম্প্রতি ফিনল্যান্ডে অনুষ্ঠিত হওয়া এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন অস্ট্রেলিয়া, আমেরিকা, দক্ষিণ কোরিয়া, হংকং সহ বিভিন্ন দেশের দম্পতিরা৷এস্তোনিয়ার এক দম্পতি এই প্রতিযোগিতায় প্রথম হয়েছেন বলে জানা গিয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *