ঘন কুয়াশার কারণে পৌনে ২ ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু করেছে কর্তৃপক্ষ। আজ সকাল পৌনে ৮টা থেকে ফেরি চলাচল শুরু করা হয়। এর আগে সকাল ৬টা থেকে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ ছিল।
পাটুরিয়া ফেরিঘাট শাখা বাণিজ্য বিভাগের সহকারী মহাব্যবস্থাপক নাসির মোহাম্মদ চৌধুরী জানান, মধ্যরাত থেকে নৌরুট এলাকায় ঘন কুয়াশার কারণে ফেরি মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে যায়। এতে করে নৌরুটে দুর্ঘটনা এড়াতে ভোর থেকে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। পরে সকাল পৌনে ৮ টায় নদী এলাকায় কুয়াশা কমে যাওয়ায় পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হয়।