গ্রাম বাংলা স্পোর্স ডেস্ক
ঢাকা: আইপিএল’র সপ্তম আসরে দ্বিতীয় বারের মতো শিরোপা জিতেছেন কলকাতা নাইট রাইডার্স। আর এতে আর্থিক মূল্যমানের দিক থেকে সেরা দশের মধ্যে বাংলাদেশের সাকিব আল হাসানের অবস্থান ৬ এ।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ-৭ এর (আইপিএল) সবচেয়ে মূল্যবান খেলোয়াড়দের তালিকায় ৬ নম্বরে অবস্থান করছেন সাকিব।
রোববার রাতে আইপিএলের ওয়েবসাইটে থেকে এমনটাই তথ্য পাওয়া গেছে।
আইসিসি ওয়ার্ল্ড র্যাংকিংয়ে বিশ্বের সেরা অলরাউন্ডারের তালিকায় তিন নম্বরে থাকা সাকিব আইপিএলে দামি খেলোয়াড় হওয়ার পথে পেয়েছেন ২৩৮.৫ পয়েন্ট। কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) পক্ষে এবারের আইপিএলে উইলো হাতে ১৩ ম্যাচে ২২৭ রানের পাশাপাশি শিকার করেছেন ১১ উইকেট।
সাকিবের এ পারফর্মেন্সে স্বাভাবিকভাবেই বেজায় খুশি কেকেআর মালিক শাহরুখ খান। সাকিবকে নিয়ে টুইটারেও নিজের উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি।
রোববার কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে আইপিএলের ফাইনাল খেলায় সাকিব ৭ বল খেলে ১২ রান সংগ্রহ করেন।
তার দল কেকেআর জিতেছে ৩ উইকেটে।