সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪

২০১৯-এর আইপিএল কি তবে দক্ষিণ আফ্রিকায়?

Slider খেলা
grambanglanews24.com
grambanglanews24.com

তা হলে কী ফের এক বার দক্ষিণ আফ্রিকার মাটিতে হতে চলেছে আইপিএল? এখনও সরকারি ভাবে কিছু চূড়ান্ত না হলেও বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) সূত্রে খবর কিন্তু এমনটাই।

২০১৯-এ এ দেশে লোকসভা নির্বাচন। যদিও এখনও দিন নির্ধারিত হয়নি। ওই বছরের এপ্রিল-মে মাস নাগাদ লোকসভা নির্বাচন হতে পারে এই ভাবনা থেকেই দক্ষিণ আফ্রিকার মাটিতে আইপিএল করার চিন্তা ভাবনা চালাচ্ছে বিসিসিআই। টাইমস অব ইন্ডিয়ায় এমন খবরই প্রকাশিত হয়েছে।

তবে, সব কিছুই এখনও আলোচনার পর্যায় আছে। এই বিষয়ে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। বিসিসিআই-এর নজরে এখন আইপিএলের একাদশ সংস্করণ।

দেশের বাইরে আইপিএল হওয়ার ঘটনা কিন্তু এই প্রথম নয়। এর আগে ২০০৯-এ দক্ষিণ আফ্রিকার মাটিতেই হয়েছিল আইপিএল-এর দ্বিতীয় সংস্করণ।২০১৪ সালেও দেশের বাইরে প্রথম দুই সপ্তাহ হয়েছিল আইপিএল। লোকসভা নির্বাচনের কারণে প্রথম দুই সপ্তাহ আইপিএল হয়েছিল সংযুক্ত আরব আমিরশাহির মাটিতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *