উত্তরের জনপদ দিনাজপুরে টানা চারদিনের শৈতপ্রবাহে জীবনযাত্রা ব্যাহত হয়ে পড়েছে। সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। দুপুরে তাপমাত্রা কিছুটা বেড়ে ১১ দশমিক ১ সেলসিয়াস হলেও বিকেলে তাপমাত্রা ৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে।
দিনাজপুরের আবহাওয়া অফিসের পর্যবেক্ষক আজাদুল হক মণ্ডল জানান, আজ রোববার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। সকাল ৯টা পর্যন্ত বাতাসের আর্দ্রতা ছিল ৯৩ ভাগ। ঘন্টায় ৩ নটিক্যাল মাইল বাতাসের গতিবেগ রেকর্ড করা হয়। গত চারদিন থেকে উত্তরের জনপদ দিনাজপুরসহ এ অঞ্চলে শৈতপ্রবাহ শুরু হয়।
শৈতপ্রবাহ আরো ২ দিন থাকবে বলে আবহাওয়া অফিস জানিয়েছে।
দিনাজপুর শহর ঘুরে দেখা গেছে, টানা চারদিনের কনকনে বাতাসের সাথে হাঁড় কাঁপানো শীতের কামড়ে জীবনযাত্রা প্রায় অচল হয়ে পড়েছে। সারাদিনে সূর্যের আলো কোথাও দেখা যায়নি। কর্মহীন হয়ে পড়েছে দিনমজুরেরা। প্রচন্ড শীতে শিশু ও বয়স্কদের দুর্ভোগ পোহাতে হয়। ঘন কুয়াশার কারণে জেলার সবক’টি রুটে যানবাহন হেড লাইট জ্বালিয়ে চালাতে দেখা গেছে। শীতের কারণে শীতবস্ত্র ক্রয় করতে বাজারগুলোতে মানুষের ভিড় বেড়েছে। সূত্র-বাসস