মালাউইতে চার স্কুল

Slider বিনোদন ও মিডিয়া
grambanglanews24.com
grambanglanews24.com

 

 

প্রায় এক যুগ আগে পূর্ব আফ্রিকার দেশটি প্রথম সফর করেন ম্যাডোনা। এর পর থেকেই দারিদ্র্যপীড়িত দেশটির সঙ্গে নানাভাবে যুক্ত তিনি। সর্বশেষ গেল বছরই দেশটির দুই যমজকে দত্তক নিয়েছেন, ঘোষণা দিয়েছেন একটি শিশু হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে মোটা অঙ্কের আর্থিক সাহায্য দেওয়ার। এবার ঘোষণা দিলেন নতুন চারটি স্কুল প্রতিষ্ঠার। একটি দাতব্য সংস্থা দেশটিতে নতুন স্কুল তৈরির কাজ করছে। এর মধ্যেই ১০টি স্কুল খুলেছে সংস্থাটি। তাদের সঙ্গে যোগ হয়ে নতুন চারটি স্কুল খোলার ঘোষণা দিলেন গায়িকা, যাতে নিজের ভক্তদেরও সাহায্য করার আহ্বান জানান তিনি। এক ইনস্টাগ্রাম বার্তায় ৫৯ বছর বয়সী গায়িকা বলেন, ‘চলুন, ২০১৮ সালটা দারুণভাবে শুরু করা যাক। আমি আপনাদের চ্যালেঞ্জ করছি ভালো কিছুর সঙ্গে যুক্ত হওয়ার। এ বছরই মালাউইর কাসাঙ্গু অঞ্চলে নতুন চারটি স্কুল চালু করব। স্কুলগুলো স্থানীয়দের শিক্ষার সুযোগ করে দেবে, যা তাদের অধিকার। আপনারাও এতে অংশ নিন, এখনই সময়।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *