মোবাইল ফোনের গতি দ্বিগুণ হবে

তথ্যপ্রযুক্তি

83403718ce528eca2e65f4413cb930f2-Mobileমোবাইল ফোনের গতি দ্বিগুণ হবেসম্প্রতি গবেষকেরা এমন একটি ক্ষুদ্র সার্কিট তৈরি করেছেন যার সাহায্যে মোবাইল ফোন কিংবা অন্যান্য তারবিহীন যন্ত্র আরও দ্বিগুণ গতিতে তথ্য আদান-প্রদান করতে সক্ষম হবে। কম খরচে এই সার্কিট তৈরির উপায় উদ্ভাবন করেছেন বলে দাবি মার্কিন গবেষকদের। এক খবরে এ তথ্য জানিয়েছে পিটিআই।
টেক্সাস বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা বেতার তরঙ্গ গ্রহণ ও ছাড়ার ক্ষেত্রে অধিক দক্ষতাসম্পন্ন সার্কিট তৈরি করেন। তাঁরা দাবি করেছেন, এটি মোবাইল ফোনে ব্যবহার করা হলে ব্যান্ডউইথ দ্বিগুণ করে দিতে পারে। এটি একই সময়ে একই ফ্রিকোয়েন্সি—তা তরঙ্গে সংকেত গ্রহণ ও সম্প্রচার করতে পারে।
নেচার ফিজিক্স নামক সাময়িকীতে প্রকাশিত হয়েছে গবেষণা-সংক্রান্ত নিবন্ধ।
গবেষকেরা দাবি করেছেন, ‘ম্যাগনেটিক ফ্রি রেডিও ওয়েভ সার্কুলেটর’ নামের এ উদ্ভাবনটি ছোট আকারের ও সাশ্রয়ী উপাদান দিয়ে তৈরি করায় তা মোবাইলের মতো পণ্যেও ব্যবহার করা যাবে। ভবিষ্যতে যন্ত্রটিকে আরও ছোট করে তা কাজে লাগানোর পরিকল্পনা করছেন তাঁরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *