ঠাকুরগাঁওয়ে একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন

Slider রংপুর শিক্ষা

received_1779300525473301

এস. এম. মনিরুজ্জামান মিলন, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা ইউনিয়নের কশালবাড়ী উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন করা হয়েছে।

শনিবার সকালে ভবনটির ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন।

উদ্বোধন শেষে বিদ্যালয় মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন বলেন, আমাদের আওয়ামী লীগ সরকার জনগনকে দিতে এসেছে এবং জনগনের উন্নয়নের শিক্ষাসহ সকল খাতে উন্নয়ন করেই চলেছে।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, পঞ্চগড় জোন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মেনহাজুল হক, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোশারুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন, আকচা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুব্রত কুমার বর্মন প্রমুখ।

উল্লেখ্য, কশালবাড়ী উচ্চ বিদ্যালয়ের ৪তলা বিশিষ্ট ভবনটি নির্মাণে ব্যয় ধরা হয়েছে ৭০ লক্ষ ৫০ হাজার টাকা। ভবনটি নির্মানে কাজ করছে পঞ্চগড় জোন শিক্ষা প্রকৌশল অধিদপ্তর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *