রাজধানীতে সিটিং সার্ভিসের নামে নৈরাজ্য বন্ধের দাবি

Slider ঢাকা

144941Kalerkantho_pic

 

 

 

 

রাজধানীতে সিটিং সার্ভিসের নামে বাড়তি ভাড়া আদায় ও গণপরিবহনের নৈরাজ্য বন্ধের দাবি জানিয়েছে পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা)।  আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ঢাকায় চলাচলরত প্রায় ৯৫ শতাংশ ব্যক্তিমালিকানাধীন বাস-মিনিবাস লক্করঝক্কর। বহুবছর আগেই এসব বাসের আয়ু শেষ হয়েছে। প্রায় বাসেই সরকার নির্ধারিত ভাড়ার তালিকা দেখা যায় না। রাজধানী ঢাকায় চলাচলকারী গণপরিবহনে স্বাচ্ছন্দ্যে যাতায়াতের পরিবেশ নেই।

এ সময় পবার পক্ষ থেকে বেশ কিছু সুপারিশ তুলে ধরা হয়। সুপারিশগুলোর মধ্যে রয়েছে- বিদ্যমান মোটরযান আইন কঠোরভাগে প্রয়োগ এবং সময়োপযোগী মোটরযান আইন প্রণয়ন করা, রাজধানী ঢাকার গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায়সহ বিভিন্ন ধরনের নৈরাজ্য বন্ধে বিআরটিএ, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, পরিবেশ অধিদপ্তর, ঢাকা উত্তর-দক্ষিণ সিটি করপোরেশন কর্তৃক সমন্বিত পদক্ষেপ গ্রহণ।

মানববন্ধনে পবার সাধারণ সম্পাদক প্রকৌশলী আবদুস সোবহান, নাগরিক উদ্যেগের সভাপতি নাজিম উদ্দীন, মর্ডান ক্লাবের সভাপতি আবুল হাসানাত প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *