২০১৫ সালের ৩০ এপ্রিলের মধ্যে সরকার পাবর্ত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে সময়সূচিভিত্তিক কার্যকর উদ্যোগ গ্রহণ না করলে ১ মে থেকে অসহযোগ আন্দোলন ঘোষণা দিয়েছে জনসংহতি সমিতি।
পাবর্ত্য শান্তি চুক্তির ১৭ তম বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীর একটি হোটেলে মঙ্গলবার সকালে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির আলোচনা সভায় বিতরণ করা বুকলেটে এই ঘোষণা দেওয়া হয়।
আলোচনা সভায় বক্তরা বলেন, ‘২০১৫ সালের ৩০ এপ্রিলের মধ্যে সরকার পাবর্ত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে সময়সূচিভিত্তিক কার্যকর উদ্যোগ গ্রহণ না করলে ২০১৫ সালের ১ মে থেকে পাবর্ত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির নেতৃত্বে সরকারের বিরুদ্ধে অসহযোগ আন্দোলন শুরু করা হবে এবং চুক্তি পরিপন্থি ও জুম্মস্বার্থ বিরোধী সব কার্যক্রমের বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধ আন্দোলন জোরদার করা হবে।’
সভার প্রারম্ভিক বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা) বলেন, ‘জনসংহতি সমিতি সমিতির অস্ত্র কেড়ে নিতেই চুক্তির অভিনয় করা হচ্ছে। অভিনয় করে চুক্তির দাবি থেকে আমাদের সরানো যাবে না। আমাদের দাবি মানতে হবেই।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা।